Dankuni: ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা

বুধবার ভোররাতে ডানকুনির একটি ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধোঁয়ার ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ওই…

Fire breaks out in

বুধবার ভোররাতে ডানকুনির একটি ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধোঁয়ার ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ওই ওষুধের গোডাউনে একটি বিকট শব্দ হয়। তারপরে দাউদাউ করে আগুন লেগে যায় গোটা গোডাউনে। স্থানীয় লোকেরা ছুটে আসে।ওই গোডাউনের লোকেরাই খবর দেয় দমকলকে। আগুন লাগার ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল। যদিও এই খবর প্রকাশিত অবধি পাওয়া খবর, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে দিল্লি রোডের পাশে থাকা ডানকুনির ওই ওষুধের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সেই সময় ভিতরে কয়েকজন কর্মী ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁরাও বিষয়টা টের পান। দ্রুত বেরিয়ে খবর দেন দমকলে। তড়িঘড়ি একে একে ঘটনাস্থলে পৌঁছয় মোট ১০ টি ইঞ্জিন। তারা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের তীব্রতা এত বেশী ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণও আন্দাজ করা সম্ভব হয়নি। জানা গিয়েছে কাগজের প্রচুর বাক্স ছিল যার থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের প্রাথমিক অনুমাণ শর্ট সার্কিট থেকেই এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকদের বক্তব্য থেকে জানা গিয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। দকমল তৎপরতার সঙ্গে এসে না পৌঁছলে আরও বড় বিপদের আশঙ্কা ছিল।