RBI:ভোটের মুখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্তে খুশির হাওয়া

লোকসভা ভোটের প্রাক্কালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সিদ্ধান্তে খুশির হাওয়া। আরও একবার অপরিবর্তিত রইল রেপো রেট( Repo Rate) । এই নিয়ে টানা সাতবার রেপো…

RBI Keeps Repo Rate Unchanged At 6 Point 5 Percent

লোকসভা ভোটের প্রাক্কালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সিদ্ধান্তে খুশির হাওয়া। আরও একবার অপরিবর্তিত রইল রেপো রেট( Repo Rate) । এই নিয়ে টানা সাতবার রেপো রেট একই রইল। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-এর গভর্নর শক্তিকান্ত দাশ জানালেন, মনিটারি পলিসি কমিটির তরফে পর্যালোচনার পর রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত সাতবার ধরে এই রেপো রেট ৬.৫ শতাংশই রাখা হয়েছে। অর্থাৎ আপাতত ইএমআই-এর বাড়তি বোঝা চাপছে না গ্রাহকের মাথায়। লোকসভা ভোটের প্রাক্কালে এই অপরিবর্তিত রেপো রেট অনেকটাই স্বস্তি দিল মধ্যবিত্তের কাঁধে।

প্রতি ত্রৈমাসিকের শুরুতেই মনিটারি পলিসি কমিটি বৈঠকে বসে এবং দেশের অর্থনীতির হাল বুঝে রেপো রেট বৃদ্ধি বা কমানোর সিদ্ধান্ত নেয়।এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত রেপো রেট বৃদ্ধি পেলে ইএমআই-এর বৃদ্ধি ঘটে। চলতি অর্থবর্ষে এই রেপো রেট বৃদ্ধি পায় কিনা সেটাই দেখার বিষয়।