পর্যাপ্ত বাহিনী না থাকলে ভোটের ডিউটি বয়কট, হুঁশিয়ারি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের

শিয়রে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। এর মাঝেই বাহিনী নিয়ে টানাপোড়েন। প্রতি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে এবার রাস্তায় নামার…

শিয়রে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। এর মাঝেই বাহিনী নিয়ে টানাপোড়েন। প্রতি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে এবার রাস্তায় নামার হুশিয়ারি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। আগামী ১৪ এপ্রিল কলকাতার সিও দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী। শুধু তাই নয়, পর্যাপ্ত বাহিনী না থাকলে তারা ভোটের ডিউটি বয়কট করবেন বলে জানান।

গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও পর্যাপ্ত বাহিনীর দাবি জানান সরকারি কর্মীরা। পঞ্চায়েত ভোটেও হিংসা দেখেছে বাংলা। তাই লোকসভা ভোটে নিজেদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা। ঐক্য মঞ্চের সঙ্গে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব তাঁরাও। যে বুথে বাহিনী থাকবে না সেখানে কেউ ভোটের ডিউটি করবে না বলেই কমিশনকে সাফ জানিয়ে দেন যৌথ মঞ্চের ভাস্কর দে।

প্রতি ভোটের আগেই ভোট কর্মীদের এই নিরাপত্তা হীনতা কেন হবে? দেশের অন্য কোনো প্রান্তে তো ভোটে অশান্তির তেমন খবর মেলে না। সেদিক থেকে শিরোনামে থাকে বাংলার নাম। ভোটে যে পরিমাণ অশান্তি হয় তাতে নিরাপত্তা হীনতায় ভোগা স্বাভাবিক, মত রাজনৈতিক মহলের।