লোকসভা ভোটের বাদ্যি বেজে যেতেই প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যতটা সাধারণ মানুষের কাছে যাওয়া যেতে পারে সেই চেষ্টায় ব্যস্ত সকলে। এই সময় সকল প্রার্থীরাই বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে থাকনে। কেউ বলেন রাস্তা মেরামতির প্রসঙ্গ, কেউবা জলের লাইনের সুরাহার কথা বলেন আবার কেউ বাঁধমেরামতির কথা বলেন। কিন্তু ভোটের প্রচারে এসে রিয়্যালিটি শো’তে ডাকার টোপ মনে হয় এই প্রথম কোনও প্রার্থী দিলেন!
তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে এহেন কথা শোনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলী জেলার ঘাসফুল শিবিরের অন্দরে। দিনভর প্রচারের পর রবিবার রাতে হুগলির বেগমপুরের হাটতলায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সেখানে তিনি বলেন, ”আরও একটা কথা বলে দিই, আমি যদি বিজয়ী হই, সবথেকে বড় কাজ করব, হুগলির দিদিদের সবার আগে দিদি নম্বর ওয়ানে ডাকব। বলব হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদি-দের আগে ডাক।”
তাঁর এহেন প্রতিশ্রুতি কি আদেও নির্বাচনী বিধি ভঙ্গ করছে কিনা তাই নিয়ে আপাতত চর্চা শুরু হয়েছে কিন্তু নির্বাচনী প্রচারে এসে এইরূপ প্রতিশ্রুতি কি আদেও তাঁকে দিল্লি পাঠাতে পারবে, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।