মমতার মন্ত্রীর বাড়িতে উদ্ধার টাকার পাহাড়, এবার কমিশনে গেল ED

লোকসভা ভোটের মুখর নতুন করে অস্বস্তিতে পড়ল তৃণমূল। আর তৃণমূলের এই অস্বস্তি বাড়ালো ইডি (ED)। সম্প্রতি রাজ্যের কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে এক কথায়…

লোকসভা ভোটের মুখর নতুন করে অস্বস্তিতে পড়ল তৃণমূল। আর তৃণমূলের এই অস্বস্তি বাড়ালো ইডি (ED)। সম্প্রতি রাজ্যের কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে এক কথায় টাকার পাহাড় উদ্ধার করেছিল ইডি। বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল রাজ্যের মন্ত্রীর বোলপুরে বাড়ি থেকে এদিকে এই ঘটনা এবার আরো এক কড়া পদক্ষেপ নিল ইডি।

জানা গিয়েছে, উল্লেখিত এই ঘটনায় এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ইডি। চিঠি দেওয়া হল কমিশনের কাছে এই চিঠিতে উল্লেখ করেছে লোকসভা ভোটের মুখে মন্ত্রীর বাড়িতে কেন এত টাকা? তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কোনওরকম সদুত্তর মেলেনি। বলা ভালো মন্ত্রী কোনরকম যুক্তিযুক্ত কথা বলতে পারেননি। আর এটাই এবার রিপোর্ট আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর এই ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। যদি ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর বিরুদ্ধে যদি কোনওরকম পদক্ষেপ নেয় কমিশন তাহলে সেটা মোটেই ভালো কর হবে না তৃণমূলের পক্ষে সেটা বলাই বাহুল্য। উল্লেখ্য, দিনকয়েক আগেই চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় ইডি। এরপর টানা তল্লাশির পর ৪০,০০০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।