কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে ভোটকর্মীদের আবেদন আদালতে

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট প্রার্থীদের সুরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী না পেলে ভোটের কাজ করবেন না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার…

Central Forces west bengal mamata

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট প্রার্থীদের সুরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী না পেলে ভোটের কাজ করবেন না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার তারা এই নিয়ে আদালতে মামলা দায়ের করবেন।

সংগ্রামী মঞ্চ জানিয়েছে, পঞ্চায়েত ভোটে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্যপালের কাছে যাবেন তাদের আবেদন নিয়ে। বিভিন্ন জেলার প্রত্যেক ভোটের সেন্টারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে চলেছেন যৌথ মঞ্চের প্রতিবাদীরা। এর সঙ্গেই তারা গণস্বাক্ষর নেওয়ার অভিযান চালাচ্ছে।

   

তাদের দাবি, শুধু ভোটার নয়, যাঁরা ভোট দিতে যাবেন তাঁদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। এই দাবিকে সামনে রেখেই কেন্দ্রীয় বাহিনী চাইছেন যৌথ মঞ্চের আন্দোলনকারীরা।