Weather: উত্তর-দক্ষিণে দুর্যোগের মেঘ, শেষ রাতে টাপুর-টুপুর বৃষ্টি শুরু

Weather: শেষ রাত থেকে শুরু হয়েছে টাপুর টুপুর শব্দ। উত্তর থেকে মেঘ উজিয়ে দক্ষিণে ঢুকল অবশেষে। শেষ রাত থেকে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তাপমাত্রা…

Weather: শেষ রাত থেকে শুরু হয়েছে টাপুর টুপুর শব্দ। উত্তর থেকে মেঘ উজিয়ে দক্ষিণে ঢুকল অবশেষে। শেষ রাত থেকে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তাপমাত্রা নেমেছে কয়েক ধাপ। বেলা গড়াতেই আকাশ কালো।

সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় হয়ে উত্তরবঙ্গেের বেশিরভাগ জেলাগুলিতে বৃষ্টি ঝরাচ্ছে। দার্জিলিং ও পার্বত্যাঞ্চলে ব্যাপক বৃষ্টির ও পাহাড়ি নদীতে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে।

   

দক্ষিণবঙ্গে দিনভর ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া বিভাগ। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।