শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত মোটের ওপর শান্তিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও কমিশনে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ২০০টির বেশী অভিযোগ জমা পড়েছে।
পশ্চিমবঙ্গের তিন আসনে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। সকাল ১১টা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে ৩১ শতাংশ।শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল ১১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭৫ শতাংশ। আর বালুরঘাটে ভোটদানের হার ২৮.১১ শতাংশ এবং রায়গঞ্জে ভোট দানের হার ৩২.৫১।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দেশের ৮৮ আসনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫.১ শতাংশ। দেশের নিরিখে সবচেয়ে বেশি ভোটদানের হার ত্রিপুরাতেই। সেখানে ভোট পড়েছে ৩৬.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগঢ়। প্রবল গরমের কারণেই কি ভোটদানের হার এত কম উঠেছে প্রশ্ন।