বুধে অচল হতে পারে সংসদ! বিরোধী জোটের বিরাট পদক্ষেপ

বুধবার সংসদে ইন্ডি জোটের শরিকরা মিলে বিক্ষোভ কর্মসূচী (Budget protest) প্রদর্শন করতে পারে বলে জানা গিয়েছে। মঙ্গলবার পেশ হওয়া বাজেটের বিরোধীতা করতেই এই সিদ্ধান্ত নেওয়া…

india bloc

বুধবার সংসদে ইন্ডি জোটের শরিকরা মিলে বিক্ষোভ কর্মসূচী (Budget protest) প্রদর্শন করতে পারে বলে জানা গিয়েছে। মঙ্গলবার পেশ হওয়া বাজেটের বিরোধীতা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনডিটিভি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধাবার সকাল ১০.৩০ নাগাদ বিরোধী জোটের সাংসদরা সংসদ ভবনের সিঁড়ির সামনে একজোট হয়ে এই বাজেটের বিরোধীতা করবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন এই চার নভোচারী, দেখা হবে কি সুনিতা উইলিয়ামসের সঙ্গে?

   

তাঁদের দাবি, সাধারণ মানুষের জন্য নয়, সরকার বাঁচাতেই পেশ করা হয়েছে এই বাজেট। বিহার, অন্ধ্র প্রদেশকে দু’হাত ঢেলে উজাড় করে দিলেও ব্রাত্য বিরোধী দলগুলির শাসিত রাজ্যগুলি। সরকারের এই দ্বিচারিতা নিয়েই আজ সংসদে সুর চড়াবে ইন্ডিয়া জোট। বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ এনেই আজ সংসদে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।

NEET UG 2024 Results: সুপ্রিম কোর্টের রায়ের পরেই বিরাট ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান!

খবরের ভিত্তিতে জানা গিয়েছে এই বাজেট পেশ হওয়ার পরেইসর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে হাজির হয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে কেসি বেণুগোপাল, শরদ পওয়ার, শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত, অরবিন্দ সাওয়ান্ত, ডিএমকের সাংসদ টিআর বালু ও তিরুচি শিবা, জেজেএম-র সাংসদ মহুয়া মাজি, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

প্রসঙ্গত এই বাজেট পেশের পরেই রাহুল গান্ধী এই বাজেটকে ‘কুর্সি’ বাঁচানো বাজেট বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে কটাক্ষ করে বলেছেন, ‘ বাংলা নবজাগরণের মাটি, বাংলার মানুষ এর ঠিক জবাব দেবে।’

Advertisements