আসছেন মোদী, প্রস্তুতি নিচ্ছেন মমতা

বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। সেই সফর ঘিরে তত্‍পরতা তুঙ্গে রাজ্য প্রশাসনের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নবান্নকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। Advertisements নবান্ন…

বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। সেই সফর ঘিরে তত্‍পরতা তুঙ্গে রাজ্য প্রশাসনের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নবান্নকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Advertisements

নবান্ন সূত্রের খবর, আগামী ২২ মে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেদিন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রোজগার মেলায় হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী। বাংলায় এসে কোনও জনসভা করবেন না বলেই জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজ্যে বিজেপির গোষ্ঠী সংগঠন নিয়ে তিনি নেতাদের কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। এর আগে গত ডিসেম্বর মাসে কলকাতা-নিউ জলপাইগুড়ি বন্দেভারত উদ্বোধনের জন্য বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। শেষ মুহূর্তে তাঁর মাতৃবিয়োগ হওয়ায় সফর বাতিল করা হয়। ভার্চুয়ালি তিনি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন।

মোদীর বঙ্গ সফর নিয়ে চরম কটাক্ষ বিরোধীদের। প্রধানমন্ত্রী বছরে দু’‌কোটি চাকরি দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নয়। শুধু তাই নয় কালো টাকা ফিরিয়ে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও কার্যকর করা হয়নি।