Mamata Banerjee: ‘নির্বাচন কমিশন থেকে বিজেপি খবর পেয়েছে…’, এ কী বললেন মমতা?

মালদহে ভোটপ্রচারে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, প্রথম দু’দফার ভোটের পরই ভয় পেয়ে গিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছ থেকে বিজেপি…

Mamata-Banerjee

মালদহে ভোটপ্রচারে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, প্রথম দু’দফার ভোটের পরই ভয় পেয়ে গিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছ থেকে বিজেপি খবর পেয়েছে, ভোট কমে গিয়েছে। তাই ওরা খুব ভয় পাচ্ছে। ভয়ে বিজেপির বুক দুরদুর করছে। মোদীবাবুর নামে আর ভোট হচ্ছে না। তাই এখন গলাবাজিও কমে এসেছে।

এর আগে গতকাল জঙ্গিপুরের সভা থেকেও মমতা একই ধরনের মন্তব্য করেন। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মুম্বই, মুম্বই থেকে বিহার, বিহার থেকে কেরল, কেরল থেকে বাংলা, সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে।

   

আর আজ মালদহের সভাতেও একই সুর শোনা গেল মমতার মুখে। মালদহ থেকে তৃণমূলকে জেতানোর আবেদনও জানান তিনি। তৃণমূল সুপ্রিমোর কথায়, মালদহে দু’টি লোকসভা আসন রয়েছে। তৃণমূল জন্মের পর থেকে এই দুটি আসনের মধ্যে একটিতেও জয়লাভ করেনি। আগেরবার একটায় বিজেপি, একটায় কংগ্রেস জেতে। এবার মালদহ থেকে তৃণমূলকে জেতান আপনারা।

এসএসসি চাকরি বাতিল ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন মমতা। তাঁর মন্তব্য, আমরা চাকরি দিচ্ছি, আর সেই চাকরি খেয়ে নেওয়া হচ্ছে। আজ যাঁরা অন্যের চাকরি গেলে খুশি হন, ‍তাঁদেরকে বলছি, তাঁদের বাড়ির লোকের চাকরি গেলে কী হত? চাকরিহারা প্রার্থীদের পাশে রয়েছে রাজ্য সরকার, এদিনের সভা থেকে আরও একবার তা স্পষ্ট করে দেন মমতা।

সপ্তাহখানেক আগে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে চাকরিহারাদের একাংশ, এসএসসি এবং পর্ষদ।

মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ আসনে আগামী ৭ মে নির্বাচন হবে। মালদহ উত্তর কেন্দ্রের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – মোস্তাক আলম (কংগ্রেস), খগেন মুর্মু (বিজেপি) এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)। মালদহ দক্ষিণ কেন্দ্রের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – ঈশা খান চৌধুরী (কংগ্রেস), শ্রীরূপা মিত্র চৌধুরী (বিজেপি) এবং শাহনওয়াজ আলি রায়হান (তৃণমূল)।

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।