PIL: বিপুল সম্পত্তির অভিযোগ, শুভেন্দু সেলিম দিলীপ সহ ১৭ জন মামলার আওতায়

আয়ের সঙ্গে মিলছে না সম্পত্তির পরিমান। এমন ১৭ জন বিধায়ক ও সাংসদ ও নেতার বিরুদ্ধে দায়ের হলো জনস্বার্থ (PIL) মামলা। এই তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা…

আয়ের সঙ্গে মিলছে না সম্পত্তির পরিমান। এমন ১৭ জন বিধায়ক ও সাংসদ ও নেতার বিরুদ্ধে দায়ের হলো জনস্বার্থ (PIL) মামলা। এই তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আর আবার রয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

জনস্বার্থ মামলার এই তালিকায় রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর পিতা শিশির কুমার অধিকারী, দিব্যেন্দু অধিকারী।

 

তালিকায় নাম আছে, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হজরা, জিতেন্দ্র তিওয়ারী। তালিকায় থাকা ১৭ জন নেতার কারও কারও সম্পত্তি বেড়েছে ৯৮২৪৯৯ শতাংশ।

এই তালিকায় বড় চমক সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রাক্তন বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নান।

সম্পত্তি বৃদ্ধি মামলায় গত ৮ই আগস্ট তৃণমূল কংগ্রেসের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে ইডিকে যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৭ সালের এই জনস্বার্থ মামলার তালিকায় আছেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নাম। এছাড়াও তালিকায় প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নাম আছে।

এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। আবেদনে বলা হয় মামলায় ইডিকে কেন যুক্ত করা? হাইকোর্ট যেন রায় পুনর্বিবেচনা করে। এরই মধ্যে নতুন মামলা দায়ের হল।