রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে গায়েব ১১ কোটি টাকার কয়েন, তদন্তে CBI

ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গেল কোটি কোটি টাকার কয়েন। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ সিবিআই (CBI)-এর। জানা গিয়েছে, রাজস্থানের (Rajasthan) কারাউলিতে এসবিআই-এর (SBI) একটি শাখায় অনন্য…

CBI raids house of former chief minister Lalu Prasad Yadav in recruitment corruption case

ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গেল কোটি কোটি টাকার কয়েন। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ সিবিআই (CBI)-এর। জানা গিয়েছে, রাজস্থানের (Rajasthan) কারাউলিতে এসবিআই-এর (SBI) একটি শাখায় অনন্য চুরির ঘটনা সামনে এসেছে।

ব্যাঙ্কের ভল্ট থেকে ১১ কোটি টাকার কয়েন গায়েব হয়ে গিয়েছে ৷ এরপর রাজস্থান হাইকোর্টের নির্দেশে গত ১৩ এপ্রিল মামলা দায়ের করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এবার এই চুরির ঘটনার তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরের ২৫টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই (CBI) দল।

বৃহস্পতিবার ২৫টি জায়গায় হানা দেয় সিবিআই।
সিবিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, এসবিআই, মেহেন্দিপুর বালাজিতে ১১ কোটি টাকার কয়েনে জালিয়াতির ঘটনায় ২৫টি জায়গায় চুরির ঘটনায় বৃহস্পতিবার দিল্লি, জয়পুর, দৌসা, কারৌলি, সওয়াই মাধোপুর, আলওয়ার, উদয়পুর এবং ভিলওয়াড়ার ২৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। গত বছর ২১ শে আগস্ট কারাউলি এসবিআই শাখায় কয়েনগুলি হারিয়ে যাওয়ার সময় এই চুরির ঘটনা ঘটে।

সিবিআই ১৩ জুলাই জয়পুর হাইকোর্টের আদেশ মেনে মামলাটি দায়ের করে এবং এর আগে তোদাভীম, কারৌলি (রাজস্থান) থানায় দায়ের করা তদন্তভার গ্রহণ করে। তল্লাশির সময় উদ্ধার হওয়া অপরাধমূলক নথিগুলিও পরীক্ষা করা হচ্ছে।

২০২১ সালের আগস্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখা প্রাথমিক তদন্তের পরে অর্থ গণনা করার সিদ্ধান্ত নেওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। কয়েনগুলি গণনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল একজন বেসরকারী আউটসোর্সিং ব্যক্তিকে। গণনায় দেখা গেছে যে ব্যাংকের ভল্ট থেকে ১১ কোটি টাকারও বেশি মূল্যের কয়েন অনুপস্থিত ছিল। সেই সময়, কেবলমাত্র ২ কোটি টাকা সহ ৩০ টি কয়েনযুক্ত ব্যাগ আরবিআইয়ের কাছে জমা দেওয়া হয়েছিল।