Partha Chatterjee: দুর্নীতির অভিযোগে ধৃত পার্থ! এখনও মমতা সরকারের মন্ত্রী, আছেন তৃণমূল মহাসচিব

শিক্ষক নিয়োগ নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে ইডি গ্রেফতার করছে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর ‘বান্ধবী’…

শিক্ষক নিয়োগ নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে ইডি গ্রেফতার করছে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে সরকারি হিসেবে একুশ কোটি টাকা ও বিদেশি মুদ্রা মিলেছে। অর্পিতাও গ্রেফতার। তাৎপর্যপূর্ণ, শুক্রবার থেকে টানা জেরা আর শনিবার গ্রেফতারির পরেও রাজ্য মন্ত্রিসভার সদস্য পার্থবাবু। তাঁকে কেন মন্ত্রিসভায় রাখা হয়েছে এ বিষয়ে তৃ়ণমূল নীরব।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিব ও মন্ত্রীত্বে থেকে সরকার চাপ এসেছে মুখ্যমন্ত্রী ও টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বিষয়টি দেখছেন।

জানা যাচ্ছে, তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দলনেত্রী মমতার কাছে বার্তা গেছে। তৃণমূল অন্দরমহলের খবর, অভিষেক ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলেছে। এই সুযোগে তিনি পার্থ কে সরাতে মরিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা।

রাজ্যে তৃণমূল কংগ্রেস জমানায় এতবড় গ্রেফতারির ঘটনা ঘটেনি। পার্থ চট্টোপাধ্যায় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

শুক্রবার দিনভর কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় ও কোচবিহারে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে ইডি অভিযান চলে। ইডি মোট ১৪ টি স্থানে অভিযান চালায়। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতির কথা আগেই আঁচ করতে পেরেছিল সিবিআই৷ আর্থিক লেনদেনের বিষয়েও অবগত ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত মাসেই ইডির হাতে সমস্ত তথ্য প্রমাণ তুলে দেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা৷

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সোনা, বিদেশি মুদ্রা এবং বেশ কিছু জমির দলিল পাওয়া গেছে। ইডি সূত্রে খবর, আজ সকালেই অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়নি ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযানে বেরিয়ে একাধিক নথি পায় ইডি৷ সেখানেই উল্লেখ ছিল অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম৷ পরে দক্ষিণ কলকাতার আবাসনে উপস্থিত হন ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অর্থ। টানা জেরার পর শনিবার গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।