টেট দুর্নীতিতেও নাম জুড়ল পার্থর, একাধিক নথি পেল ED

এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। ইতিমধ্যে ইডির হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এরই মাঝে ফের বিস্ফোরক…

এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। ইতিমধ্যে ইডির হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এরই মাঝে ফের বিস্ফোরক তথ্য দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-টেট দুর্নীতিতে জড়িত পার্থবাবু।

জানা গিয়েছে, এসএসসি নিয়ে চলা বিতর্কের মাঝেই এবাত টেট দুর্নীতিতেও নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্প প্রতিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 

ইডি সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। কেন এই নথি ছিল তাঁর বাড়িতে?‌ এই নিয়ে ইতিমধ্যে পার্থকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন ভয়? কেন আসছে কেন্দ্রীয় গোয়েন্দা দল, বিশদে পড়ুন।

NBU: মমতা সরকারের আমলে শিক্ষা দফতরে বিপুল দুর্নীতি, গোয়েন্দা নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

পার্থবাবুর বাড়ি থেকে প্রাপ্ত জিনিসপত্রের সিজার লিস্টের ১৫ নম্বরে এই নথির কথা উল্লেখ করেছে ইডি। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি এবং অ্যাডমিট কার্ড।

গত শনিবার এসএসসি দুর্নীতি নিয়ে  পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেদিন রাজ্যের প্রায় ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডির দল। সেদিন রাতেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এরপর লাগাতার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় পার্থকে। সেইসঙ্গে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকেও।