Recruitment Corruption: নিয়োগ দুর্নীতির শিকড়ের সন্ধানেই কি রবিবার মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই

নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় শনিবারই মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই-এর চারজন প্রতিনিধিদল । নিয়োগের দুর্নীতি সংক্রান্ত খোঁজে সিবিআই অফিসাররা পর্ষদ অফিসে বেশ কিছু কর্মীদের জেরা করছে বলে জানা গেছে।

school service commission office kolkata

নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় শনিবারই মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই-এর চারজন প্রতিনিধিদল । নিয়োগের দুর্নীতি সংক্রান্ত খোঁজে সিবিআই অফিসাররা পর্ষদ অফিসে বেশ কিছু কর্মীদের জেরা করছে বলে জানা গেছে।

রবিবার ছুটির দুপুরেই দেখা গেল সল্টলেকে পর্ষদের অফিস অর্থাত্‍ নিবেদিতা ভবনে হানা দিলেন সিবিআই অফিসাররা। প্রয়োজনীয় নথিপত্র ও কম্পিউটারের তথ্য খতিয়ে দেখছেন অফিসাররা। তল্লাশি চলাকালীন পর্ষদ অফিসে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর, গতকাল জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই এই অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। একাধিকবার নীল বাতি লাগানো গাড়িকে পর্ষদ অফিস থেকে বেরোতে ও ঢুকতে এদিন দেখা গেছে। সিবিআই সূত্রে খবর, শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই।

প্রসঙ্গত, এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেককে গ্রেফতার করেছে সিবিআই।

শনিবারই নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল পর্ষদের এক আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই অফিসাররা।

জানা যাচ্ছে, পর্ষদ অফিস থেকে বেশকিছু নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেন। এর আগেও পর্ষদ অফিসে হানা দিয়েছিল সিবিআই। এখন দেখার এদিন পর্ষদ অফিস থেকে পাওয়া তথ্য তদন্তে কতটা সাহায্য করে।