Park Circus: এদিক ওদিক গুলি ছিটকে আসছিল, পার্ক সার্কাসে তখন বিশাল ধর্মীয় জমায়েত

হজরত মহম্মদের নামে কটুক্তির বিরুদ্ধে জমায়েত চলছিল পার্ক সার্কাস (Park Circus) এলাকার সেভেন পয়েন্ট মোড়ে। বিশাল এই জমায়েত চলাকালীন আচমকা বাংলাদেশ উপ হাইকমিশনের (Bangladesh deputy…

Park circus why police guard attack on public kolkata police started investigation

হজরত মহম্মদের নামে কটুক্তির বিরুদ্ধে জমায়েত চলছিল পার্ক সার্কাস (Park Circus) এলাকার সেভেন পয়েন্ট মোড়ে। বিশাল এই জমায়েত চলাকালীন আচমকা বাংলাদেশ উপ হাইকমিশনের (Bangladesh deputy high commission) সামনে গুলি চালাতে শুরু করেন এক পুলিশকর্মী। ভয়াবহ পরিস্থিতি। কলকাতা়য় বিভিন্ন সময় শ্যুটআউট হয়েছে। কিন্তু এমন ঘটনা আগে হয়নি। ওই পুলিশকর্মী এলোপাথাড়ি গুলি চালিয়ে দেন। পরিস্থিতি মুহূর্তে তীব্র উত্তেজনার আকার নেয়।

কলকাতার অতি গুরুত্বপূর্ণ এলাকা পার্ক সার্কাস ও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ভবন সংলগ্ন এলাকাটি। সেখানেই গুলি চালাচ্ছেন পুলিশকর্মী। এদিক সেদিক গুলি ছিটকে যাচ্ছে। গুলি লেগে এক মহিলার মৃত্যু হয়। পরে আত্মঘাতী হন পুলিশকর্মী।

Park circus why police guard attack on public kolkata police started investigation

কমপক্ষে ১০ থেকে ১৫টি গুলি চলেছে এমন দাবি প্রত্যক্ষদর্শীদের। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে এমন ভয়াবহ কান্ড ঘটে গেল। গুলি লেগে কয়েকজন জখম হয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রথমে ততটা বু়ঝতে পারেননি। কারণ, তাঁরা দূতাবাসের মধ্যে ঘেরাটোপে থাকেন। দূতাবাসের বিশাল প্রাচীরের বাইরে রাজপথে এমন গুলি চালানোর খবর পেয়ে তারা হতচকিত হয়ে যান। দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।