জ্বরাতঙ্ক: ত্রিপুরায় ধরা পড়ল নয়া সোয়াইন ফ্লু

নিউজ ডেস্ক: দেশের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় নতুন ধরনের সোয়াইন ফ্লু জ্বর হু হু করে ছড়িয়ে পড়ছে। এই জ্বরকে হচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাস। শুয়োরের ৮৭টি…

African swine flu fever in Tripura

নিউজ ডেস্ক: দেশের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় নতুন ধরনের সোয়াইন ফ্লু জ্বর হু হু করে ছড়িয়ে পড়ছে। এই জ্বরকে হচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাস। শুয়োরের ৮৭টি নমুনার মধ্যে তিনটিতে আফ্রিকান সোয়াইন ফ্লু-এর ইতিবাচক নমুনা পাওয়া গিয়েছে। রাজ্য প্রশাশন রোগের উৎসস্থল থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত শূকর মেরে ফেলার নির্দেশ জারি করেছে।

রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের ডাইরেক্টর কে শশী কুমার বলেছেন, রোগের উৎসস্থল থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধকে নজরদারি এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনি জানান, শুয়োর মারার প্রক্রিয়া শুরু হয়েছে। যে এলাকায় ইতিবাচক মামলা পাওয়া গিয়েছে, তা হল উত্তর ত্রিপুরার জেলার কাঞ্চনপুর মহকুমা।

সরকার এই এলাকা থেকে যে কোনও জীবিত বা মৃত শুয়োরের মাংস বিক্রি এবং নিষিদ্ধ করেছে। ত্রিপুরা থেকে গুয়াহাটির এনইআরডিডিএল ল্যাবে পাঠানো শুয়োরের নমুনায় আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাস নিশ্চিত হয়েছিল। এর আগে মিজোরামেও এই ফ্লু পাওয়া গিয়েছিল৷