Loksabah election 2024: ভোট প্রচারে বাংলায় একদিনে চারটি সভা প্রধানমন্ত্রীর

লোকসভা ভোটের আবহে ফের বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনে চারটি সভা করবেন তিনি। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রে তিনি…

modi

লোকসভা ভোটের আবহে ফের বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনে চারটি সভা করবেন তিনি। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রে তিনি প্রচার করতে চান! শুধু তাই নয় বঙ্গ বিজেপির বিশেষ অনুরোধ রাখতে তিনি বঙ্গে একদিন চারটি জায়গায় সভা করতে চলেছেন। এইবার লোকসভা ভোটে একচুলও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। তাই বিজেপির শীর্ষ নেতৃত্বরা একে একে এসে বঙ্গে জোরকদমে প্রচার করে যাচ্ছেন। ইতিমধ্যে বঙ্গে ১২টি সভা করে ফেলেছেন মোদী। লোকসভা ভোটের চতুর্থ দফার জন্য তিনি প্রচার করবেন বলে জানা গিয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, রাজ্যে একই দিনে চারটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।১২ তারিখ চারটে সভা করবেন তিনি।১১ তারিখ কলকাতায় এলেও কোনো কর্মসূচি রাখা হচ্ছে না প্রধানমন্ত্রীর ।ব্যারাকপুর,হুগলি,আরামবাগ ও হাওড়া এই চার জায়গায় সভা করবেন মোদী। ১২ তারিখ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র দিয়েই সভা শুরু করবেন নরেন্দ্র মোদি। অর্জুন সিং এর সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী। আরও জানা গিয়েছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় তিনি সভা করতে চলেছেন। এছাড়াও হুগলীতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন তিনি।

   

প্রধানমন্ত্রীর সভা নিয়ে তুঙ্গে রয়েছে উন্মাদনা। প্রসঙ্গত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সবচেয়ে আলোচিত কেন্দ্র। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর গড়েই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই লোকসভা কেন্দ্র কি ছিনিয়ে নিতে পারবে বিজেপি নাকি তৃণমূল জিতে যেতে পারবে, সেই দিকেই তাকিয়ে বিশেষজ্ঞ মহল।