SP transferred to Birbhum : মমতার সফরের পরেই এসপি বদল বীরভূমে

জেলার এসপিতে বদল (SP transferred ) করা হল৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর পরিবর্তে আনা হল ভাস্কর মুখ্যোপাধ্যায়কে৷

SP transferred to Birbhum after Mamata Banerjee district visit

সদ্য বীরভূম সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দলের সংগঠন নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। এরপরেই জেলার এসপিতে বদল (SP transferred ) করা হল৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর পরিবর্তে আনা হল ভাস্কর মুখ্যোপাধ্যায়কে৷

রাজ্য পুলিশে একাধিক রদবদলের আন্দাজ আগে থেকেই মিলছিল। সেইমতো বদল করা হল। একাধিক পুলিশ সুপারকে ডিআইজি পদে আনা হয়েছে। সেই তালিকায় রয়েছে নগেন্দ্র ত্রিপাঠী। তাঁকে পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। এখন থেকে বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখ্যোপাধ্যায়৷

এতদিন সুন্দরবন জেলার পুলিশ সুপার ছিলেন ভাস্কর মুখ্যোপাধ্যায়৷ এখন থেকে সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও৷ রাজ্য পুলিশের দুর্নীতি দমন বিভাগে ছিলেন তিনি৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে এই বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বীরভূম সফর শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় তৃণমূলের সংগঠনের পাশাপাশি প্রশাসনিক বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন সেটা আন্দাজ মিলছিল। নিজেই দলের সংগঠনের দায়িত্ব নেওয়ার পর এখন প্রশাসনিক পদেও বদল আনলেন মমতা।