Naushad Siddiqui: জামিনের আর্জি খারিজ জেল হেফাজত নওশাদের

দিনভর উত্তেজনার পরে অবশেষে জামিনের আর্জি খারিজ হল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui)৷ তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ একই…

Naushad Siddiqui

দিনভর উত্তেজনার পরে অবশেষে জামিনের আর্জি খারিজ হল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui)৷ তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ একই সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ধৃত বাকি ১৭ জন কর্মীদেরও জেল হেফাজত হয়েছে৷ ফলে তাদের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। এই নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

১০ দিনের পুলিশ হেফাজত শেষে বুধবার নওশাদ ও বাকিদের আদালতে পেশ করে পুলিশ। সকাল থেকেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে ভিড় জমিয়েছিলেন আইএসএফ সমর্থকরা। কড়া নিরাপত্তা ছিল পুলিশেরও।

   

বুধবার আইএসএফের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আবদুল খালেক মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ।  এদিন শুনানির সময়ে খালেক মোল্লা আদালতে হাজির ছিলেন। জেলা সভাপতির গ্রেফতারি নিয়ে হইচই করেন আইএসএফ কর্মী, সমর্থকরা। পুলিশের দাবি, ২১ জানুয়ারি ধর্মতলার অশান্তিতে আবদুল খালেক মোল্লা জড়িত ছিলেন।