চলতি মাসেই গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে ছুটবে মেট্রো, জেনে নিন ভাড়া

কলকাতা: চলতি মাসের শেষের দিকে নিউ গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে ছুটবে মেট্রো৷ প্রকল্পের উদ্বোধন হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ তাই প্রস্তুতি এখন তুঙ্গে৷ নিউ…

কলকাতা: চলতি মাসের শেষের দিকে নিউ গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে ছুটবে মেট্রো৷ প্রকল্পের উদ্বোধন হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ তাই প্রস্তুতি এখন তুঙ্গে৷ নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে৷ কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের শেষ স্টেশন কবি সুভাষ৷ অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটে কবি সুভাষ প্রথম স্টেশন, তাই নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে জংশন স্টেশন হিসেবে তৈরি করার কাজ চলছিল৷ মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি রুটের ন্যূনতম ভাড়া ৫ টাকা৷ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা৷

পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন৷ সেক্ষেত্রে ভাড়া হবে ৪৫ টাকা৷ রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে৷ রুবি থেকে টালিগঞ্জ পর্যন্ত ভাড়া ৩৫ টাকা৷

এছাড়াও, রুবি থেকে এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাটের ভাড়া ৪০ টাকা৷ অর্থাৎ, প্রতিটি ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনের মাধ্যমে অরেঞ্জ লাইনের মেট্রোতে সফর করা যাবে৷ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার৷ এই রুটের মেট্রো চালু হলে উপকৃত হবেন যাত্রী৷