শেখ শাহজাহানকে তৃতীয় তলব ইডির

কলকাতা: ফের ইডির নোটিশ শেখ শাহজাহানকে৷ প্রায় একমাস ধরে বেপাত্তা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা৷ ইতিমধ্যে দুবার ইডি তাঁকে তলব করেছে৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ এবার…

কলকাতা: ফের ইডির নোটিশ শেখ শাহজাহানকে৷ প্রায় একমাস ধরে বেপাত্তা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা৷ ইতিমধ্যে দুবার ইডি তাঁকে তলব করেছে৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ এবার ফের শাহজাহানকে নোটিশ দিল ইডি৷ আগামী সপ্তাহে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে তিনি কি আদৌ যাবেন, তা নিয়ে উঠছে প্রশ্ন৷

প্রথমবার বাড়িতে তল্লাশি চালিয়ে হাজিরার নোটিশ টাঙিয়ে এসেছিল ইডি৷ সেই হাজিরা এড়িয়ে যান তিনি৷ দ্বিতীয়বারে ইমেইল মারফত নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেইবারেও তিনি হাজিরা দেননি৷ এবার নিয়ে তৃতীয়বার ইডি তাঁকে হাজিরার নির্দেশ দেন৷ তবে তিনি এবার হাজিরা দেবেন কি না তা নিয়ে উঠছে প্রশ্ন৷

   

রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেদিন থেকেই নিখোঁজ শাহজাহান। এদিকে, আইনি রক্ষাকবচ চেয়ে নিজের সই করা হলফনামা দিয়ে আগাম জামিনের আবেদন করে শাহজাহান।

ব্যাঙ্কশাল কোর্টে শেখ শাহজাহানের সই করা হলফনামা আদালতে পেশ করেই তার আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। তা গ্রহণ করে আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত। শুনানি পিছনোর পরই এবার বারাসত আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।