আরাবুলের গ্রেফতারিতে বাড়ছে অশান্তি, স্কুলের পিছনে উদ্ধার তাজা বোমা

ভাঙড়: কোনো নির্বাচনের আগে ভাঙড় থাকে শিরোনামে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও তা ব্যতিক্রম হল না৷ এমনটাই রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে৷ বৃহস্পতিবার ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল…

ভাঙড়: কোনো নির্বাচনের আগে ভাঙড় থাকে শিরোনামে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও তা ব্যতিক্রম হল না৷ এমনটাই রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে৷ বৃহস্পতিবার ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছে৷ তাঁর গ্রেফতারের পর শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷

শুক্রবার ভাঙড়ে পোলেরহাট-১ গ্রামপঞ্চায়েতের একটি স্কুলের পিছন থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উদ্ধার হয় তাজা বোমা৷ স্কুলের পিছন থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ কে বা কারা এই বোমা রাখল, উদ্দেশ্যই বা কী, তা নিয়ে চলছে নানা জল্পনা৷

সেই সঙ্গে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও অভিযোগ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি৷ তবে এখনও থমথমে এলাকা৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল৷ আইএসএফের পতাকা ছিঁড়ে তৃণমূল নিজেদের পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ ওঠে৷ যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফের পতাকা৷