Durga Puja: উৎসবে লোডশেডিং হবে না বলে বিদ্যুৎ দফতর দিল জরুরি নম্বর

কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই ঘণ্টাখানেকের জন্য বিদ্যুৎ চলে যাচ্ছিল। নাজেহাল হয়ে পড়েছিল কলকাতাবাসী। অভিযোগ জমা পড়ছিল CESC-এর অফিসে। ভ্যাপসা গরমে প্রবলে অস্বস্তিতে পড়েছিলেন…

কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই ঘণ্টাখানেকের জন্য বিদ্যুৎ চলে যাচ্ছিল। নাজেহাল হয়ে পড়েছিল কলকাতাবাসী। অভিযোগ জমা পড়ছিল CESC-এর অফিসে। ভ্যাপসা গরমে প্রবলে অস্বস্তিতে পড়েছিলেন মানুষজন। এবার সেই সমস্যার সমাধান করা হয়েছে। সামনেই দুর্গা পুজো (Durga Puja), আনন্দে বিদ্যুৎ বিভ্রাট যাতে কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায় তার প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। আসন্ন দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য বিদ্যুৎ দফতর। চালু হচ্ছে ইমার্জেন্সি হেল্পলাইন। মাসখানেক পরেই পুজো।উৎসব মানেই আলো। পুজোর প্রায় ২১ দিন পর কালীপুজো ও দীপাবলি।

উল্লেখ্য, এর আগে WBSEDCL, DVC, CESC, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল, কোল ইন্ডিয়া সহ ১৭ টি সংস্থার আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আসন্ন দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে আলোচনায় জোর দেওয়া হয়, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিতে পর্যাপ্ত পরিমাণে কয়লা সরবরাহ, বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা স্থিতিশীল রাখা সহ বিভিন্ন বিষয়ে। পুজোর মরশুমে কোথাও কোনও রকম সমস্যা দেখা দিলে, যাতে সাধারণ মানুষ থেকে পুজোর উদ্যোক্তারা সংশ্লিষ্ট জায়গায় জানাতে পারেন, তার জন্য খোলা হয়েছে বেশ কয়েকটি হেল্পলাইন। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চালু থাকবে কন্ট্রোলরুমের নম্বর।

জরুরি নম্বরগুলি হল- 9800793503 ও 9800793504, আবার, পুজো কমিটির জন্য দুটি স্পেশাল ২৪/৭ স্পেশাল নম্বর চালু করে হবে কয়েকদিনের মধ্যেই। এগুলি হল 9831079666 ও 9831083700, এবারবিদ্যুৎ বিভ্রাট হলে পাশে থাকবে রাজ্যের বিদ্যুৎ দফতর।