Kolkata: খরচ কমাতে সাত সদস্যের কমিটি গঠন পুরসভার

খরচ কমাতে ফের পদক্ষেপ গ্রহণ কলকাতা পুরসভা। জানা গিয়েছে, অতিরিক্ত খরচ কমাতে কোপ পড়েছে ফোনের টাকায়। অতিরিক্ত টাকা অপচয় রুখতে এবার একটি ৭ সদস্যের কমিটি…

খরচ কমাতে ফের পদক্ষেপ গ্রহণ কলকাতা পুরসভা। জানা গিয়েছে, অতিরিক্ত খরচ কমাতে কোপ পড়েছে ফোনের টাকায়। অতিরিক্ত টাকা অপচয় রুখতে এবার একটি ৭ সদস্যের কমিটি গঠন করা হল।

অন্য দিকে ৪৯ হাজার টাকা ট্যাব দেওয়া হচ্ছে মেয়র পরিষদের সদস্যদের। যদিও এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ পেপারলেস কাজ করার জন্য সমস্ত মেয়র পরিষদদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌর সংস্থা।পুরসভার ঘাটতি বাজেট পরে ও কী করে এত টাকার অপচয় হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। মেয়র ফিরহাদ হাকিম আগেই ঘোষণা করেছিলেন ট্যাব দেওয়া নিয়ে।

মেয়র পরিষদ বৈঠক কে পাপেরলেস করার জন্য ট্যাব দেওয়ার সিদ্ধান্ত হয়। একদিকে খরচ কমানোর জন্য কমিটি তৈরি। ইতিমধ্যে পৌর সংস্থার খরচ কমানোর জন্য তৈরি হয়েছে একটি কমিটি। ৭ সদস্য কমিটি গঠন কলকাতা পৌর সংস্থার। অন্য দিকে ৪৯ হাজার টাকা ট্যাব বিতরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।