তৃণমূলের চাপে মেট্রো পরিকল্পনার গলতিতেই বৌবাজারে ফাটল: দিলীপ ঘোষ

বুধবার রাতে হঠাৎ ফিরে এল আড়াই বছর আগের ভয়াল স্মৃতি। বৌবাজারের বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিল। ফাটল দেখা দিল রাস্তায়। অভিযোগ, দুই তিন ধরেই কাঁপছিল…

kolkata metro-dilip ghosh

বুধবার রাতে হঠাৎ ফিরে এল আড়াই বছর আগের ভয়াল স্মৃতি। বৌবাজারের বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিল। ফাটল দেখা দিল রাস্তায়। অভিযোগ, দুই তিন ধরেই কাঁপছিল বাড়ি গুলি। রাতে ফাটল বড় আকার নেয়। এর জেরে বৌবাজারের দুর্গা পিতুরি লেনে আতঙ্ক ছড়িয়েছে। ঘরছাড়া বহু পরিবার। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের চাপেই পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। তার পরিণাম হয়তো এটাই হতো। ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও যান ঘটনাস্থলে। স্থানীয়দের দাবি, মেট্রোর কাজের জন্য ১০ টি বাড়িতে ফাটল দেখা যায়। এক ঘন্টার নোটিশে বাড়ি ছাড়তে বাধ্য হন স্থানীয়রা।

বোরিং মেশিন বের করতে গিয়ে ফাটল নাকি টানা বৃষ্টিতে মাটি আলগা হতেই এই পরিণতি খতিয়ে দেখছেন মেট্রো আধিকারিকরা। এখনও চলছে মাইকিং প্রচার। বৃহস্পতিবার সকালে দুর্গা পিতুরি লেন এলাকাটি পুলিশ ঘিরে রাখে।মেট্রো রেলের কাজ বন্ধ রাখা হয়েছে।