Weather: পুজোর বাজারে বৃষ্টির দাপট, ভিজে ভিজে কেনাকাটি

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ২২-২৩ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা…

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ২২-২৩ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। কলকাতায় আগামী দু’দিন আকাশ মেঘলা থাকবে।

কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হচ্ছে। আজও সকাল থেকে কলকাতার সহ তার আসে পাশের জেলার আকাশ মেঘলা। বৃষ্টির ফলে কিছুটা হলেও কমেছে তাপমাত্রার পারদ। অসহ্যকর তাপমাত্রা থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী।

পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। রাজ্য জুড়ে চলছে উৎসবের কেনাকাটা। সঙ্গে ভিড় জমিয়েছে ধর্মতলা, গরিয়াতে। কলকাতা শহর জুড়ে মানুষের ঢল। এমন অবস্থায় আজ বিকেলের আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের? আজ সারাদিন কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সতর্কতা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়াতেও। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।