Attack On ED: সন্দেশখালিতে ইডির উপর হামলায় মমতা দায়ী: বিকাশরঞ্জন

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হামলার (Attack On ED) জন্যে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজেই বলেছিলেন সিবিআই-ইডি এলে আপনারা রুখে দাঁড়াবেন তো। তৃণমূল সমর্থকরা এটা করেছেন।…

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হামলার (Attack On ED) জন্যে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজেই বলেছিলেন সিবিআই-ইডি এলে আপনারা রুখে দাঁড়াবেন তো। তৃণমূল সমর্থকরা এটা করেছেন। এই প্ররোচনা আগে থেকেই মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছিলেন। ঠিক এমন চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন CPIM সাংসদ ও দেশের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য বলেন, জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিবিআই-ইডি এলে আপনারা আমার জন্যে রুখে দাঁড়াবেন তো। সেই প্ররোচনা ছিল। তাঁরা আগে থেকেই পরিকল্পনা করেই রেখেছিল। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের যেসমস্ত অফিসিয়াল বিবৃতি সেগুলো মারাত্মক। তাঁরা প্রকৃতপক্ষে এই ঘটনাকে সম্মতি জানিয়েছেন। এমনকি চাপা উল্লাস তাদের মধ্যে আছে। গুন্ডাবাহিনী এরাজ্যে সর্বত্র বিরাজ করছে। এরাজ্যে প্রশাসনের কোনো অস্তিত্ব নেই।

বস্তুত, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকতে হয় ইডি আধিকারিকদের। যে সময় তাঁরা শাহজাহানের বাড়িতে পৌঁছন সেই সময় দরজা বন্ধ ছিল ভিতর থেকে। শাহজাহানের দেখা মেলেনি। যদিও ইডি আধিকারিকরা জানিয়েছেন শেখ শাহজাহানের ফোনের লোকেশন অনুযায়ী ওই সময় শাহজাহান বাড়ির ভিতরে ছিলেন। ইডির অফিসাররা ও সিআরপিএফ-এর জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন বাইরে। দরজা খোলার জন্য বলছিলেন।এমন পরিস্থিতিতে প্রায় ৮০০-১০০০ গ্রামবাসী ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ঘিরে ফেলেন। চলে ইট-পাথর বৃষ্টি। বাঁশ লাঠি নিয়ে ধাওয়াও করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করল নিখোঁজ শেখ শাহজাহানের পরিবার। দাবি সার্চ ওয়ারেন্ট ছাড়াই নাকি অভিযানে গিয়েছিলেন আধিকারিকরা।