হ্যাটট্রিকের লক্ষ্যে ময়দানে দেব, সোমবার প্রার্থী ঘোষণা মমতার

মান-অভিমানের পালা শেষ৷ দলের কয়েকজনের কাজের জন্য জেলা নেতৃত্বের সঙ্গে বাড়ছিল দূরত্ব৷ ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছিল৷ এরপরই দলনেত্রী মমতা…

মান-অভিমানের পালা শেষ৷ দলের কয়েকজনের কাজের জন্য জেলা নেতৃত্বের সঙ্গে বাড়ছিল দূরত্ব৷ ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছিল৷ এরপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বুঝতে পেরে পৃথক পৃথক বৈঠক করেন তাঁরা৷ বৈঠকের পর মুখে হাসি ফোটে৷ সরে যায় অভিমানের পর্দা৷ এরপরই দলীয় সূত্রে জানা যায়, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন সুপাস্টার দেব৷

সূত্রের খবর, সপ্তাহের প্রথমদিন সোমবার আনুষ্ঠানিকভাবে ঘাটালে প্রার্থী হিসেবে দেবের নাম ঘোষণা করবেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভ কাজ ফেলে রাখতে চাইছেন না মমতা৷ লোকসভা নির্বাচনে লড়াই করতে নিজে খুব একটা আগ্রহী ছিলেন না দেব৷ কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে ঘাটাল থেকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

শনিবার বিকেলে প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷

তৃণমূল নেতার সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার পরই তৃণমূল নেত্রী সিদ্ধান্ত নেন সোমবারই সেরে ফেলবেন প্রার্থী ঘোষণার শুভ কাজটি৷ ইতিমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সাল এবং ২০১৯ সালে জিতেছেন দেব৷ এবার হ্যাটট্রিকের লক্ষ্যে ময়দানে নামবেন তিনি৷ ঘাটাল ফের পাবেন মানবিক দেবকে৷ এমনটাই মতামত রাজনৈতিক নেতাদের৷