Attack On Israel: সুরক্ষা বলয় ভেঙে ইজরায়েলে এবার হেজবুল্লাহ গোষ্ঠীর রকেট বৃষ্টি

ইজরায়েলের মাটিতে যেভাবে ফিলিস্তিনি গোষ্ঠী রকেট হামলা (Attack on Israel) করেছিল তাতে প্রশ্ন উঠেছিল দেশটির অতি আলোচিত উচ্চ প্রযুক্তির সুরক্ষা বলয় নিয়ে। গত ৭ অক্টোবর…

ইজরায়েলের মাটিতে যেভাবে ফিলিস্তিনি গোষ্ঠী রকেট হামলা (Attack on Israel) করেছিল তাতে প্রশ্ন উঠেছিল দেশটির অতি আলোচিত উচ্চ প্রযুক্তির সুরক্ষা বলয় নিয়ে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সদস্যরা ইজরায়েলে ঢুকে গণহত্যা চালিয়েছিল। এর প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েল। সংঘর্ষের এক মাস অতিক্রান্ত। এই একটি মাসে নিহতের সংখ্যা ১০ হাজার পার করল।

বিবিসি জানাচ্ছে, গাজা ভূখণ্ড থেকে যেভাবে হামাস গোষ্ঠী হামলা করেছিল একইভাবে লেবানন থেকে ইজরায়েলের উপর রকেট বৃষ্টি শুরু করেছে হেজবুল্লাহ গোষ্ঠী। এই জঙ্গি সংগঠনটি ফিলিস্তিনি সংগঠন হামাসের ঘনিষ্ঠ। রয়টার্সের খবর, হেজবুল্লাহর রকেট একটার পর একটা আছড়ে পড়ছে ইজরায়েলের উপর। বেশিরভাগই তেল আভিব লক্ষ্য করে হামলা হচ্ছে। এর পরেও প্রশ্ন, ইজরায়েলের সুরক্ষা বলয় ‘আয়রন ডোম’ ব্যবস্থা নিয়ে। ইজরায়েল বারবার দাবি করেছিল এই ব্যবস্থায় কোনও ক্ষেপণাস্ত্র আকাশেই ধংস করা সম্ভব।

ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের সংঘর্ষে কমপক্ষে 10,022 নিহত। এদের সিংহভাগ প্যালেস্টাইন ভূখণ্ড গাজার ফিলিস্তিনি নাগরিক। এছাড়া প্যালেস্টাইনের অপর অংশ ওয়েস্ট ব্যাংকে শতা়দিক নিহত বলে জানা গেছে। আর গতি 7 অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলে 1,400 জনেরও বেশি মানুষ নিহত হয়।

বিবিসির খবর, গণহত্যার বদলা নিতে ইজরায়েল বিমান ও স্থলসেনা অভিযান করছে গাজায়। এতে আরও নিহতের সংখ্যা বাড়ছে। শতাধিক চিকিতসক মৃত।