জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হাভিয়ের সিভেরিওকে (Javier Siverio) লোনে জামশেদপুর এফসিতে পাঠিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ জার্সিতে একেবারে ফর্মে ছিলেন না তিনি। সুপার কাপ জেতার পিছনে অবদান রাখলেও তা যথেষ্ট ছিল না। অতএব অন্য দলে ট্রান্সফার। নতুন দলে যাওয়ার পরেই ছন্দ খুঁজে পেলেন সিভেরিও। করলেন গোল। নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করলেন দলকে।
সব ফুটবলার সব দলে ক্লিক করেন না বা মানিয়ে নিতে পারেন না। হাভিয়ের সিভেরিওর ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। ইন্ডিয়ান সুপার লীগে নিজেকে আগেই প্রমাণ করেছিলেন। হায়দরাবাদ এফসির হয়ে দুই মরসুম খেলে করেছিলেন বেশ কিছু গোল। তারপর চলতি মরসুমে তাঁকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ ক্লাবের হয়ে ফ্লপ প্রমাণিত হন।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লোনে যোগ দেন জামশেদপুর এফসিতে। প্রথম ম্যাচে নেমেই গোল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করে জামশেদপুর এফসি। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। ৭০ মিনিটে গোল করে দলের হয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন সিভেরিও।
It ends all square in #JFCBFC#JamKeKhelo pic.twitter.com/yvGzNknK6e
— Jamshedpur FC (@JamshedpurFC) February 11, 2024
এর আগে ড্যানিয়েল চিমা চুকুউকে ইস্টবেঙ্গল থেকে দলে নিয়েছিল জামশেদপুর এফসি। ড্যানিয়েল চিমাও ইস্টবেঙ্গলের হয়ে খুব একটা নজর করতে পারেননি। দল বদল করার খুঁজে পেয়েছিলেন নিজের ফর্ম।