ধরনা মঞ্চ থেকে ১০ দিনের কর্মসূচি ঠিক করে দিলেন মমতা

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ৷ রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকে এই ধরনা-কর্মসূচি শুরু…

কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ৷ রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকে এই ধরনা-কর্মসূচি শুরু হয়েছে৷ থাকবেন শনিবার রাত পর্যন্ত৷ কিন্তু তারপরেও চলবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ৷

শুক্রবার ধরনা মঞ্চ থেকেই আগামী ১০ দিনের কর্মসূচি ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে তিনি জানালেন, রাতে তিনি ধরনা মঞ্চেই থাকবেন৷ কেউ চাইলে বাড়ি ফিরে যেতেই পারেন৷ তবে শনিবার ফের সকাল ১০টার মধ্যে রেড রোডে হাজির হতে হবে৷ শনিবার দলের সাংসদদেরও এই ধরনামঞ্চে যোগ দেওয়ার কথা রয়েছে৷

এদিন ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমি ৩ তারিখ পর্যন্ত ধরনায় থাকছি৷ এরপর আমার কিছু প্রশাসনিক কাজ রয়েছে৷ তাতে আমি একটু ব্যস্ত হয়ে পড়ব৷ ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিশেষ কমিটির ডাকা বৈঠকে যোগ দিতে ৫ তারিখ আমায় দিল্লি যেতে হবে৷ কিন্তু আমার অনুপস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যাতে কোনো ছেদ না পড়ে তার জন্য আমি তালিকা করে দিয়ে গেলাম৷ আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি৷’’

আগামী ৪ তারিখ প্রতিবাদ কর্মসূচির দায়িত্বে থাকবে যুব তৃণমূল৷ ৫ জানুয়ারি টিএমসিপির নেতৃত্বে হবে এই কর্মসূচি৷ ৬ তারিখ কর্মসূচির নেতৃত্বে থাকবে মহিলা তৃণমূল কংগ্রেস৷ ৭ তারিখ তৃণমূলের শ্রমিক সংগঠন অর্থাৎ মানস ভুঁইঞা, দোলা সেনের নেতৃত্বে হবে প্রতিবাদ৷ ৮ জানুয়ারি দলের সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধি অর্থাৎ বীরবাহা হাঁসদা, সুকুমার মাহাতোরা কর্মসূচির দায়িত্বে থাকবেন৷

৯ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, ১০ তারিখ উত্তর ২৪ পরগনা, ১১ তারিখ হাওড়া, ১২ তারিখ হুগলি, ১৩ তারিখ পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচি করবেন৷ ১৪ তারিখ মেদিনীপুর জেলা নেতৃত্বকে কর্মসূচির দায়িত্ব দিলেও পরে সরস্বতী পুজোর কারণে তা বাতিল করে দেন তিনি৷