পায়ুদ্বারে সোনা পাচার! বিমান যাত্রীকে গ্রেফতার

কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার অবাক কাণ্ড। পায়ুদ্বারে লুকিয়ে বিমান যাত্রীর সোনা পাচারের চেষ্টা (Gold Smuggling) । রীতিমত শোরগোল পড়ে যায়। তবে সেই ছক বানচাল করে শুল্ক…

কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার অবাক কাণ্ড। পায়ুদ্বারে লুকিয়ে বিমান যাত্রীর সোনা পাচারের চেষ্টা (Gold Smuggling) । রীতিমত শোরগোল পড়ে যায়। তবে সেই ছক বানচাল করে শুল্ক দফতরের অফিসাররা (Customs department)। সোনা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় ওই যাত্রীকে। আধিকারিকরা জানিয়েছেন প্রায় ৬০০ গ্রাম সোনার পেস্ট পায়ুদ্বারে লুকিয়ে তা পাচারের চেষ্টা করছিল ওই যাত্রী।

জানা যাচ্ছে বুধবার বেসরকারি একটি বিমান সংস্থার বিমানে উঠছিলেন আবু শালিহু নামের এক যাত্রী। তবে তার চলাফেরায় অসঙ্গতি দেখা যায়। নজরে পড়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের। সঙ্গে সঙ্গে আধিকারিকরা মেটাল ডেটেক্টর দিয়ে তল্লাশি চালান। কিন্তু সেই সময় যাত্রীর কাছ থেকে কিছু মেলেনি। তবুও সন্দেহ ছিল নিরাপত্তারক্ষীদের। এরপরই খবর দেওয়া হয় শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স আধিকারিকদের। কিন্তু ততক্ষণে ওই যাত্রী বিমানে উঠে পড়েন বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে। এমনটাই জানা যায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে।

সেই যাত্রী বিমানে উঠে পড়েন। তাই তাকে না পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে যাত্রীর নাম-সিট নম্বর সহ যাবতীয় তথ্য বেঙ্গালুরু শুল্ক দফতরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করলে ওই যাত্রীকে আটক করা হয়। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আবু শালিহু স্বীকার করে নেন তিনি মলদ্বারে ৬০০ গ্রাম সোনার পেস্ট লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপরই গ্রেফতার করা হয় তাকে।