ডার্বি ম্যাচের আগে কি বলছেন লাল-হলুদ কোচ? জানুন

রাত পোহালেই ফের ডার্বি। যেখানে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস দল। এই ম্যাচের মধ্য দিয়েই আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করবে দুই প্রধান।…

East Bengal Coach Carlos Cuadrat

রাত পোহালেই ফের ডার্বি। যেখানে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস দল। এই ম্যাচের মধ্য দিয়েই আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করবে দুই প্রধান। তাই সকলেই চাইবে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করতে। গত কয়েকদিন আগেই ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে সুপার কাপ ঘরে তুলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। সেই উন্মাদনা এখনো রয়ে গেছে সমর্থকদের মধ্যে। সেই আত্মবিশ্বাস নিয়েই ডার্বি জিততে চাইছে লাল-হলুদ। তবে বিদেশি বদলের পাশাপাশি বেশকিছু ভারতের ফুটবলারদের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলতে পারে ম্যাচের মধ্যে। ‌

সেদিক থেকে কিছুটা হলেও এবার লড়াইয়ে এগিয়ে থাকবে মোহনবাগান। গত ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে নাস্তানাবুদ হতে হলেও এবার প্রায় পূর্ণ শক্তিতে রয়েছে বাগান ব্রিগেড। জাতীয় দলের কার্য সম্পন্ন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন শুভাশিস বসু থেকে শুরু করে বিশাল কাইথ, দীপক টাংড়ির মতো ফুটবলার। যারফলে, এবারের লড়াই যে আরও কঠিন হবে তা কিন্তু বলাই চলে। এক কথায় বলতে গেলে বদলার লড়াই মোহনবাগানের। অন্যদিকে, ডার্বি জয়ের ধারা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভার। তবে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতকে।

তিনি বলেন, আইএসএলের পয়েন্ট তালিকা অনুযায়ী ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান অনেকটা এগিয়ে থাকলেও আগামীকাল ৩ পয়েন্ট ঘরে তোলার জন্য মাঠে নামবে ছেলেরা। তবে বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোর কত ফুটবলাররা না থাকলেও বাকি চার বিদেশি নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি পরিস্থিতি অনুসারে জুনিয়র ফুটবলারদের ও মাঠে নামাতে পারেন এই স্প্যানিশ কোচ।