Loksabha election 2024: পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মমতা

রবিবার পুরুলিয়ার লোকসভা ভোটের প্রচারে এসে আবারও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারে বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মহাতোর জন্য…

mamata banerjee

রবিবার পুরুলিয়ার লোকসভা ভোটের প্রচারে এসে আবারও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারে বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মহাতোর জন্য জনসভা করলেন। যদিও এইদিন তিনি তার নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে জনসভা শুরু করলেন। তিনি প্রথমেই বললেন,”পুরুলিয়া কতটা বদলে গিয়েছে। এখন কত মানুষ আসছে। হোমস্টে হচ্ছে।”

যদিও তিনি আবার তাঁর চেনা ছন্দে বিজেপি সরকারকে আক্রমণ করলেন। আবাস প্রসঙ্গে তিনি বললেন,” ১১ লক্ষ বাড়ির তালিকা পাঠিয়েছিলাম। বাড়ি দেওয়ার জন্য। ভোটের আগে কল সেন্টার থেকে সে সব বাড়িতে ফোন করছে। ফোন করে বলছে, নতুন করে বিজেপিতে আবেদন করো, ঘর পাবে। আমি বলেছি, না বন্ধু, ভোট হলে ১১ লক্ষ মানুষের ঘর তৈরি করব।” শুধু তাই নয় ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় তিনি আবার আওয়াজ তুলে বললেন, ” মানুষ প্রতিবাদ করলে এনআইএকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলা ঘরে ঘুমাচ্ছেন। ” একটু থেমে তিনি আরও বললেন, “মা-বোনেরা প্রতিবাদ করলেন, তাঁদের বিরুদ্ধে ডায়েরি করা হল। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেফতার করো।’’

তিনি এইদিন জনসভা থেকে বললেন, ” আদিবাসীরাও অরণ্যের সম্পদ।” এছাড়াও  পুরুলিয়ার জলের সমস্যা শীঘ্রই মেটানো হবে বলে তিনি জানান। তিনি এইদিন সর্বধর্ম সম্বনয়ের প্রসঙ্গে বলেন, “আমার সঙ্গে যে মেয়েটি ঘুমায়, তাঁর পদবি বাউরি। আমরা শত্রুঘ্ন সিন্‌হাকে আসানসোলে প্রার্থী করেছি। কীর্তি আজাদকে প্রার্থী করেছি দুর্গাপুরে। আমরা সকল ধর্মকে নিয়ে চলি”

এইদিন তিনি দলিত প্রসঙ্গে বলেন, “মণিপুরে দেখুন, মেয়েদের নগ্ন করে ঘোরানো হচ্ছে। মেয়েদের সম্মান নেই। রাজস্থান, উত্তরপ্রদেশ গুজরাতেও তাই। সারা ভারতে তাই। একমাত্র আমার দলিত ভাই-বোনেরা সম্মান পায় বাংলায়।”

তিনি এইদিন কেন্দ্রীয় সরকারের আক্রমণ করে বলেন, “দুর্নীতির দেখেছেন কী? চ্যালেঞ্জ করছি, ১৩৬টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য গদ্দারদের কথায়। কিন্তু তদন্ত করে কী করলেন, ফাঁস করুন? উত্তরপ্রদেশেও তো তদন্ত করতে গিয়েছিলেন।” তিনি আরও সুর সপ্তমে তুলে বলেন, ” আবার রামনবমী আসছে, দেখবেন একটা চকোলেট বোমা পড়লেও এনআই-কে ঢুকিয়ে দেবে। এনআইএ-র কোন অধিকার আছে?” প্রসঙ্গত এই লোকসভা এই বিজেপির অধীনে। দেখার বিষয় পুরুলিয়াতে কি আবার ঘাসফুল ফুটবে নাকি মানুষ আবার বিজেপিতে আস্থা রাখবে।