Weather: শ্রাবণে বৃষ্টির ঘাটতি দক্ষিণে, উত্তরে ভারী বর্ষা

তীব্র দাবদাহ থেকে স্বস্তি মিলেছে। গত সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে হালকা, মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা…

তীব্র দাবদাহ থেকে স্বস্তি মিলেছে। গত সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে হালকা, মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলবর্তী জেলাতে।

নিন্মচাপের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম থেকে মিলছেনা সম্পূর্ণ রেহাই। বাতাসে আদ্রতাজনিত কারণে অস্বস্তিকর পরিবেশ বর্তায়মান থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৭ জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়তে পারে।

বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি বাড়বে না। তবে আজও হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে চলবে বজ্রপাত। গোটা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গেই হবে ঝড়বৃষ্টি। জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাত। তবে কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি জেলার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।