Local Train Update: সিগন্যালিং কারণে বনগাঁ-শিয়ালদহ লাইনে ব্যাহত ট্রেন চলাচল

Local Train Update: প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার যাত্রী যাতায়াত করেন শিয়ালদহ-বনগাঁ লাইনে। সেই রুটে ব্যাহত ট্রেন চলাচল।

Local Train Update kolkata

Local Train Update: প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার যাত্রী যাতায়াত করেন শিয়ালদহ-বনগাঁ লাইনে। সেই রুটে ব্যাহত ট্রেন চলাচল। এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অসুবিধার সম্মুখীন নিত্যাত্রীরা। কর্মব্যস্ত দিনে সকালেই ব্যহত ট্রেন চলাচল। বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর বামনগাছিতে গিয়ে আটকে যায় ট্রেন। ট্রেন থেকে নেমে যেতে হয় যাত্রীদের। রেল সূত্রে জানা যাচ্ছে, সিগন্যালে সমস্যা থাকার কারণেই এই বিভ্রাট। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Advertisements

অভিযোগ উঠেছে চালককে মারধর করার চেষ্টা করা হয় । বামনগাছি স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েক ঘণ্টা কেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

বারাসাতে সিগন্যাল খারাপ হওয়ার কারণে বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ ও ডাউন দুই ট্রেনই বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতির কারণে ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝতে পেরে চালক আরপিএফ-এর সাহায্য নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময় স্টেশনে কোনও আরপিএফ না থাকায় সমস্যা বাড়ে। ট্রেন চালু হয়েছে তবে অনেক দেরিতে চলছে সেগুলি।

Advertisements

ট্রেন সূত্রে খবর, ডাউন লাইনে সিগন্যালের সমস্যা থাকায় ট্রেনগুলিকে লাইন বদলে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। তাই দেরি হচ্ছে বলে জানা গেছে।