ইস্তেহার প্রকাশ TMC-র, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিল দল

বিজেপি, কংগ্রেসের পর এবার বড় চমক দিল বাংলার শাসক দল তৃণমূল (TMC)। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে দেশজুড়ে। কিন্তু তার…

বিজেপি, কংগ্রেসের পর এবার বড় চমক দিল বাংলার শাসক দল তৃণমূল (TMC)। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে দেশজুড়ে। কিন্তু তার আগে আজ বুধবার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। আর এই নির্বাচনী ইস্তেহারে বেশ চমক দিল ঘাসফুল শিবির।

প্রতিশ্রুতির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তুলধোনা করল তৃণমূল। তৃণমূল ভবনে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র সহ অনেকে মিলে নির্বাচনী ইস্তেহার পেশ করেন। অমিত মিত্র জানান, ‘বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশাসনকে দমন করতেই এই ইস্তেহার। বিরোধীদের কন্ঠরোধ করছে কেন্দ্রীয় সরকার।’ এরপরেই প্রতিশ্রুতি নিয়ে বক্তব্য পেশ করেন তিনি। অমিত মিত্র বলেন, ‘প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হবে। প্রতিবছর বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি করা হবে ৪০০ টাকা, প্রান্তিক জনগোষ্ঠীদের উচ্চশিক্ষা বৃদ্ধি। ১০টি ইস্যুতে দিদির শপথ।’

তিনি আরও জানান, ‘প্রত্যেককে পাকা বাড়ি দেওয়া হবে। সব জম কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ দেওয়া হবে। বার্ধক্য ভাতা বাড়িয়ে ১০০০ টাকা করা হবে। কৃষকদের আইনগত গ্যারেন্টি দেওয়া হবে।’ এদিন বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিল তৃণমূল।’ প্রান্তীক পড়ুয়াদের কথা ভেবে উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বার্ধক্যভাতা বাড়িয়ে বার্ষিক ১২০০০ টাকা করা হবে।