শুভেন্দুর নিয়োগ ‘দুর্নীতি’ মন্তব্যের পাল্টা সাফাই দিলেন পার্থ

বিধানসভার কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে। একথা বলে বুধবার জল্পনা বাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার শাসক দলের হয়ে সাফাই গাইতে মাঠে নামলেন শিক্ষক…

Partha chatterjee Suvendu Adhikari

বিধানসভার কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে। একথা বলে বুধবার জল্পনা বাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার শাসক দলের হয়ে সাফাই গাইতে মাঠে নামলেন শিক্ষক দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterjee)৷ যা ঘিরে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গেছে৷

এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের কাছে নথি রয়েছে। ২০১১ সালের পর বিধানসভায় যে নিয়োগ হয়েছে, তাতে তৃণমূলের ক্যাডারদের চাকরি দেওয়া হয়েছে৷ তৃণমূলের হয়ে বাইরে মিটিং মিছিল করেন, ভোটের সময় বুথ দখল করেন, তাঁদের চাকরি দেওয়া হয়েছে।

শুভেন্দুর মন্তব্যের পাল্টা সাফাই দিতে নামলেন শিক্ষক দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, বিধানসভার কর্মচারী ভাইদের অপমান করছেন শুভেন্দু৷ নিয়োগে সব আইন মেনে হয়েছে৷ পুলিশ ভেরিফিকেশন হয়েছে। আমরা শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করছি। তিনি আরও বলেন, ২০১১ সালের পর থেকে শুভেন্দু সরকারের মন্ত্রীপদে ছিলেন৷ তখন কিছু বলেনি। এখন স্পিকারের ওপর নানা বিষয়ে ক্ষোভ থেকে একথা বলছেন।

এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ যার তদন্ত করছে সিবিআই৷ এবার বিধানসভায় কর্মী নিয়োগের অভিযোগ উঠতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে৷