Liquor sale: ইংরেজি নববর্ষে বিদেশি মদ বিক্রি পুজোর রেকর্ড ভাঙল

কলকাতা: কোনো পুজো বা ইংরেজি বর্ষ বরণের পার্টি৷ মদ ছাড়া অনুষ্ঠানগুলিতে সুরাপ্রেমীরা অচল৷ সেই সঙ্গে শীত পড়তেই বিক্রি বেড়ে যায় মদের৷ তবে এবার দেশি মদ…

কলকাতা: কোনো পুজো বা ইংরেজি বর্ষ বরণের পার্টি৷ মদ ছাড়া অনুষ্ঠানগুলিতে সুরাপ্রেমীরা অচল৷ সেই সঙ্গে শীত পড়তেই বিক্রি বেড়ে যায় মদের৷ তবে এবার দেশি মদ বিক্রিকে পিছনে ফেলে দিয়েছে বিদেশি মদ৷ গোটা ডিসেম্বর মাসে মদ বিক্রি রেকর্ড গড়েছে৷ যা সর্বকালীন রেকর্ড৷

২ হাজার ১০০ কোটি টাকা রাজ্য আয় করল শুধু মদ বিক্রি করে৷ চলতি অর্থ বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি ছাড়াবে বলে অনুমান৷ আবগারি দফতরের আশা মার্চ মাসের মধ্যেই বিক্রির পরিমাণ ২২ হাজার কোটি ছাড়াবে৷ তবে বাংলা মদের বিক্রি অনেকটাই কমে যাচ্ছে৷ তার জায়গা নিচ্ছে বিদেশি মদ৷

আবগারি দফতর সূত্রে জানা যায়, ২০২৩ সালে দুর্গাপুজোর ৫ দিন ও কালীপুজোর তিনদিন এই আট দিনে মদ থেকে আয় হয়েছিল রাজ্য ১ হাজার কোটি টাকা৷ সেই রেকর্ড ভেঙে দিল ইংরেজি নববর্ষ৷ ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত মদ বিক্রি হল প্রায় ৭৫০ কোটি টাকার৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং এই তিন জেলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে৷