Sikkim: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্করী তিস্তা, গ্যাংটক-শিলিগুড়ি যোগাযোগ ভাঙছে

নিউজ ডেস্ক: হিমালয়ের মাথায় মেঘের পর মেঘ জমেছে। দুর্যোগের ঘনঘটা। প্রবল বৃষ্টিতে হিমালয় সন্নিহিত এলাকাগুলি বিচ্ছিন্ন হতে শুরু করেছে। অতি বৃষ্টির দাপটে সিকিম থেকে পশ্চিমবঙ্গের…

landslide-at-sikkim

নিউজ ডেস্ক: হিমালয়ের মাথায় মেঘের পর মেঘ জমেছে। দুর্যোগের ঘনঘটা। প্রবল বৃষ্টিতে হিমালয় সন্নিহিত এলাকাগুলি বিচ্ছিন্ন হতে শুরু করেছে। অতি বৃষ্টির দাপটে সিকিম থেকে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার মুখে। ভয়ঙ্করী তিস্তা।

landslide-at-sikkim

শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কের ছবি দেখলে স্পষ্ট, তিস্তার জলস্তর ভয়াবহ আকার নিতে শুরু করেছে। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নেমেছে ধস।

পশ্চিমবঙ্গের কালিম্পং ও সিকিমের মধ্যে যাতায়াত স্তব্ধ। তেমনি দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সড়ক স্তব্ধ।

Flood situation in North Bengal due to heavy rains

১০ নম্বর জাতীয় সড়কের সেবক, রানিপুল, সিংটাম, মেলির কাছে পাহাড়ি ঝর্নাগুলো ভয়াবহ রূপ নিতে শুরু করায় ধসে বেশকিছু ঘরবাড়ি ভেঙে পড়ার মুখে। মেলি বাজারের কাছে নদীর জল খাদের উপর দিয়ে বয়ে যাওয়ার মুখে।

teesta
মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ঙ্করী তিস্তা

সিকিম সরকার জারি করেছে সতর্কতা। বলা হয়েছে শিলিগুড়ি যাওয়ার অতি প্রয়োজন না থাকলে বের হওয়ার দরকার নেই। তবে এই দুর্যোগেও কয়েকজন জীবন হাতে করে বের হয়েছেন। তাঁদের তোলা ছবিতে স্পষ্ট, কী ভয়াবহ পরিস্থিতি।

আবহাওয়া বিভাগের সতর্কতা, দুর্যোগ চলবে আরো দুদিন। দুর্যোগ কাটার পরেও ধসের সম্ভাবনা থাকছে।