দুর্গাপুজো উদ্যোক্তাদের কেন্দ্রীয় আর্থিক অনুদানকে কটাক্ষ কুণালের

কলকাতা: গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলিকে দুর্গাপুজো উপলক্ষ্যে আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার৷ চলতি বছরে সেই পথে হাটল কেন্দ্রীয়…

কলকাতা: গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলিকে দুর্গাপুজো উপলক্ষ্যে আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার৷ চলতি বছরে সেই পথে হাটল কেন্দ্রীয় সরকার৷ বছরের শুরুতেই বাংলার দুর্গাপুজোর ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিল কেন্দ্র৷ কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মোট ৩৫ টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়৷

সূত্রের খবর, এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে৷ মোট ৩৫টি ক্লাবের সদস্যদের হাতে অনুদান দেওয়া হয়েছে৷ এর মধ্যে ২৫টি ক্লাব পেয়েছে ৫০ হাজার টাকা করে৷ এবং ১০টি ক্লাবকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে৷

বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা ধেয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে৷ কারণ, এই ক্লাবের তালিকায় যেমন রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, কালীঘাটের নেপাল ভট্টাচার্য ক্লাব৷ তেমনই টাকা পেয়েছে বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের ক্লাবও৷

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করবে আবার তাঁকে নকলও করবে, এটাই হচ্ছে বিজেপি৷ কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সব পুজো কমিটিকে আর্থিক সাহায্য করেছেন৷ আর কেন্দ্র তো পুজোর আর্থিক অনুদানেও দলবাজি করল৷ সামনে লোকসভা ভোট, তাই বেছে বেছে বিজেপির কমিটিগুলিকে কেন্দ্রের টাকা পাইয়ে দিল গেরুয়া শিবির৷’’

যদিও এই বিষয়ে এখনও বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে উদ্যোক্তাদের দাবি, এর মধ্যে দলবাজির কোনও বিষয় নেই৷ তাঁদের দাবি, ধর্ম নিষ্ঠা মেনে যারা পুজো করার পাশাপাশি সামাজিক কাজ করে, তারা সম্মানিত হয়েছে৷