২১শে জুলাই তৃণমূলের পথে বিজেপির দুই সাংসদ! কুণাল ঘোষ ফাঁস করলেন বিরাট তথ্য

রবিবারে থাকছে বিরাট ধামাকা। ২১ জুলাইয়ের আগে বিরাট তথ্য ফাঁস করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের বক্তব্য অনুসারে, শহিদ সমাবেশের মঞ্চে থাকছে দুই বিজেপি সাংসদ।…

kunal ghosh

রবিবারে থাকছে বিরাট ধামাকা। ২১ জুলাইয়ের আগে বিরাট তথ্য ফাঁস করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের বক্তব্য অনুসারে, শহিদ সমাবেশের মঞ্চে থাকছে দুই বিজেপি সাংসদ। শুধু তাই নয়, এই বিষয়ে খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কাছে। কুণাল ঘোঘও আরও দাবি করেন যে, দুই সাংসদই এইবার জিতে আসা।

আরও জানা গিয়েছে যে, কুণাল আরও জানিয়েছেন, ”অনেক বিধায়ক যোগ দিতে চাইছেন। দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। সময় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তারিখ অনেক পড়ে আছে।” প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

একটি সংবাদ চ্যানেলের ডিজিটাল বিভাগে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে যে, দলবিরোধী আইনের গেড়োয় যাতে না পড়তে হয় সেই জন্য এখনই কোনও হটকারী সিদ্ধান্ত না নিতে। কুণালের বক্তব্য থেকে আরও জানা গিয়েছে যে, তাদের আপাতত বলা হয়েছে বিজেপিতে থেকে ভেতরের খবর দিতে৷ প্রসঙ্গত অভিষেক লোকসভা ভোটের প্রচারে জানিয়েছিলেন, ‘‌বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে দাঁড়িয়ে আছেন। সঠিক সময়ে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে তুলে দেব।’‌