সম্প্রতি মুক্তি পেয়েছে ‘এ মন অকারণ’ নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রাজন্যা হালদার (Rajanya Haldar)। তাঁর সঙ্গে এই ভিডিওতে অভিনয় করেছেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। এই ভিডিও দেখে স্বাভাবিক ভাবেই দর্শকদের মনে প্রশ্ন জাগছে তবে কি রাজনীতি ছাড়ছেন রাজন্যা হালদার?
তৃণমূল ছাত্রপরিষদের নেত্রী রাজন্যাকে (Rajanya Haldar) একটি নামী সংবাদপত্রের তরফে এই প্রশ্ন করা হলে, তিনি জানান অভিনয় ও রাজনীতি দুই জায়গাতেই ভারসাম্য বজায় রাখতে চান তিনি। তবে এই মুহূর্তে রাজনীতি ছাড়ার পরিকল্পনা নেই তাঁর। উপযুক্ত গল্প পেলে অভিনয় কে পেশা হিসেবে নেওয়ার ভাববেন বলে জানিয়েছেন তিনি।
অভিনেত্রী (Rajanya Haldar) একটি নামী সংবাদপত্রকে জানিয়েছেন যে তাঁর কাছে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন এবং অপর্ণা সেন বিশাল অনুপ্রেরণার উৎস। তাঁর কাছে বর্তমানে ছবিতে একটি কাজের প্রস্তাব এসেছে। তবে এই মুহূর্তে সেই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। এর পর তাঁকে জিগেস করা হয় যে তিনি কোন অভিনেতার সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে চান। উত্তরে অভিনেত্রী অভিনেতা-সাংসদ দেবের নাম করেছেন। তিনি জানিয়েছেন যে দেবের ‘চ্যালেঞ্জ’ বা ‘পাগলু’র মতো সিনেমা ছোটবেলায় দেখতেন তিনি। ফলে এই অভিনেতার সঙ্গেই কাজ করতে চান রাজন্যা।
গানের সুরে জুটি বাঁধলেন নবদম্পতি, দেখে নিন বৌভাতের সাজ
প্রিয় পরিচালক হিসেবে কৌশিক গাঙ্গুলি ও রাজ্ চক্রবর্তীকে বেঁচে নিয়েছেন রাজন্যা (Rajanya Haldar)। এছাড়া জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। তাঁর স্বামী প্রতীক চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন রাজন্যা। প্রজেক্টটি বড় তবে সে বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ অভিনেত্রী।
নির্বাচনী প্রচারে বেরিয়ে রোদে পুড়ে কাজ করতে হয়েছে রাজন্যাকে। নির্বাচনের প্রচার শেষ হতেই ত্বকের যত্ন নিচ্ছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন যে মানুষের কাছে পৌঁছতে চান তিনি। তাই এই মুহূর্তে রাজনীতি ও অভিনয় দুটোরই সামঞ্জস্য বজায় রাখছেন তিনি।
‘এ মন অকারণ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্ণালী মুখোপাধ্যায়। এই গানের কথা ও সুরের দায়িত্বে ছিলেন তিনি । ভিডিওটি পরিচালনা করেছেন পূবালী মিত্র এবং অর্ঘ্যজিৎ দত্ত। অভিনেতা ও ভ্লগার সায়ক চক্রবর্তীর সঙ্গে কাজ করে খুশি রাজন্যা। তিনি আশাবাদী ভিডিওটি পছন্দ হবে দর্শকদের।