Nupur Sharma: হজরত মহম্মদের সমালোচনাকারী নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

হজরত মহম্মদের সমালোচনা করে তীব্র বিতর্কে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা। বিজেপি তাঁকে সাসপেন্ড করলেও বিতর্কের জেরে রাজ্যের কয়েকটি এলাকা অশান্ত। নূপুর শর্মাকে (Nupur Sharma) তলব…

Nupur Sharma

হজরত মহম্মদের সমালোচনা করে তীব্র বিতর্কে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা। বিজেপি তাঁকে সাসপেন্ড করলেও বিতর্কের জেরে রাজ্যের কয়েকটি এলাকা অশান্ত। নূপুর শর্মাকে (Nupur Sharma) তলব করল কলকাতা পুলিশ। তাঁকে এর আগে তলব করেছে মুম্বই পুলিশ। দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে।

নুপুর শর্মাকে আগামী ২০ জুনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিল নারকেলডাঙা থানার পুলিশ। এবিষয়ে ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে নূপুর শর্মার মন্তব্যের জেরে হিংসাত্মক বিক্ষোভে হাওড়া ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় জারি ১৪৪ ধারা। নদিয়াতেও বিক্ষোভ ছড়ায়। এই ঘটনায় রাজ্যজুড়ে ১০০ জনের অধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নুপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর দায়ের করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আবু সোহেল। এখনও অবধি নুপুর শর্মাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন তিনি। আবু সোহালে জানিয়েছেন, আইনি পথে হেঁটে আগামী দিনে পদক্ষেপ নেবেন৷ আগামী দিনে সুপ্রিম কোর্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রক এবং দিল্লি পুলিশের কাছে যাবেন তিনি।

এর আগে নুপুর শর্মাকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে মুম্বই পুলিশ। আগামী ২৫ জুন সকাল ১১ টায় হাজিরা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ওই দিন নুপুরের বয়ান রেকর্ড করা হবে। একইসঙ্গে ওই দিনের অনুষ্ঠানের ফুটেজ চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ।