National Herald: দুর্নীতির সমর্থনে রাস্তায় নেমেছে কংগ্রেস, রাহুলকে নিশানা কেন্দ্রের

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে রাহুলকে সমনের ঘটনায় কংগ্রেস নেতারা রাস্তায় নেমে মিছিল করেছেন। এই ইস্যুতে এবার…

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে রাহুলকে সমনের ঘটনায় কংগ্রেস নেতারা রাস্তায় নেমে মিছিল করেছেন। এই ইস্যুতে এবার আসরে নামল বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘জেল থেকে যাঁরা জামিনে রয়েছেন, তাঁরা ঘোষণা করেছেন, আমাদের দুর্নীতি ধরা পড়েছে বলেই দিল্লি ঘেরাও করা হোক।’
স্মৃতি ইরানি বলেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলির প্রবীণ নেতাদের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে একটি তদন্তকারী সংস্থাকে চাপে রাখতে। এই লোকেরা খোলাখুলিভাবে এজেন্সির উপর চাপ সৃষ্টি করছে। এটাই কি কংগ্রেস দলের নীতি?

বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা

স্মৃতি ইরানি এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ১৯৩০-এর দশকে অ্যাসোসিয়েট জেনারেল লিমিটেড (এজেএল) নামে একটি সংস্থা তৈরি হয়েছিল, যার কাজ সংবাদপত্র প্রকাশ করা। সেই সময় এর শেয়ারহোল্ডার ছিল ৫,০০০। যে সংবাদপত্রের জন্য মুক্তিযোদ্ধার শেয়ারহোল্ডারদের নিশ্চিত করা হয়েছিল তার শেয়ার হোল্ডিং একটি পরিবারকে দেওয়া হয়েছিল যাতে তারা সংবাদপত্রটি প্রকাশ না করে বরং রিয়েল এস্টেট ব্যবসা করে।

কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, ২০০৮ সালে, সংস্থাটি এর উপর ৯০ কোটি টাকার ঋণ বিনিয়োগ করেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সংস্থাটি এখন সম্পত্তি ব্যবসায় প্রবেশ করবে। ২০১০ সালে ৫ লক্ষ টাকা খরচ করে ইয়ং ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি করা হয়, যেখানে রাহুল গান্ধী ডিরেক্টর হিসেবে যোগ দেন। তার মাত্র ৭৫ শতাংশ শেয়ার ছিল, আর তার মা সোনিয়া গান্ধীসহ বাকি দের মধ্যে আরও কয়েকজন ছিল।

ইডি দফতরে ঢুকছেন রাহুল গান্ধী

এর পর এজেএল-এর ৯ কোটি শেয়ার দেওয়া হয় ইয়ং ইন্ডিয়াকে। ৯ কোটি টাকার শেয়ার নিয়ে ইয়ং ইন্ডিয়া এই সংস্থার ৯৯ শতাংশ শেয়ার পায়। কংগ্রেস পার্টি সংস্থাটিকে এজেএলকে ৯০ কোটি টাকা ঋণ দেয়, যা পরে তা মওকুফ করে দেয়।