Kolkata Police: রাম মন্দির ইস্যুতে মমতা-শুভেন্দুর মিছিলে যানজট আশঙ্কা

উত্তর প্রদেশের অযোধ্যায় আর কয়েক ঘণ্টা পরে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই পরিস্থিতিতে গোটা দেশে চলছে বিভিন্ন কর্মসূচি। বাদ…

উত্তর প্রদেশের অযোধ্যায় আর কয়েক ঘণ্টা পরে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই পরিস্থিতিতে গোটা দেশে চলছে বিভিন্ন কর্মসূচি। বাদ নেই এরাজ্যও। রাজ্যের প্রধান শহর কলকাতায় আজ রয়েছে একাধিক মিছিল। প্রশাসন সূত্রে খবর, এদিন দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল সহ একগুচ্ছ ব়্যালি হওয়ার কথা। সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, আজ বেলা ১২টা নাদাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে একটি সভা রয়েছে। দুপুর ৩টের সময় হাজরা ক্রসিং থেকে একটি মিছিল বের হয়ে পৌঁছবে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত। পাশাপাশি একই সময় আরও একটি মিছিল বের হবে ২১ নম্বর ক্যানিং স্ট্রিট থেকে, যেটি যাবে ক্লাইভ রো পর্যন্ত। আর সন্ধ্যে ৭টার সময় ১৯ নম্বর পদ্মপুকুর রোড থেকে বেরোবে আরও একটি মিছিল, যেটি বিভিন্ন রাস্তা হয়ে এগোবে।

প্রসঙ্গত, এদিন কলকাতায় সংহতি মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে শুরু হয়ে সেই মিছিল শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। মিছিল শুরুর আগে মমতা পুজো দেবেন কালীঘাট মন্দিরে। পুজো দেওয়ার পর মিছিলে যোগ দেবেন তিনি। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, বেলা ৩টে – সাড়ে ৩টের নাগাদ হাজরা মোড় থেকে শুরু হবে মিছিল। হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেখান থেকে বাঁ দিকে ঘুরে পার্ক সার্কাসে পৌঁছবেন মমতা।

তৃণমূল সূত্রে খবর, হাজরা রোড ধরে এগোনোর সময় পথে হাজরা ল কলেজের সামনে কিছুক্ষণের জন্য থামবে মিছিল। কারণ ল কলেজের অদূরেই রয়েছে একটি মসজিদ। মিছিল থেকে স্কুটারে চেপে মসজিদে গিয়ে চাদর চড়াবেন তৃণমূল নেত্রী। তারপর ফের ফিরে আসবেন মিছিলে। এরপর মিছিল এগিয়ে যাবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশে।

অন্যদিকে, এদিন উত্তর কলকাতায় একটি ধর্মীয় সংগঠনের মিছিলে অংশ নেবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতার গনেশ টকিজ এলাকার বৈকুণ্ঠ মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। এই পরিস্থিতিতে একের পর এক মিছিলে সপ্তাহের প্রথম কাজের দিনে শহর কলকাতার বুকে ব্যাপক যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।