Visva-Bharati: রাম মন্দিরের জন্য ‘হাফছুটি’ ও নেতাজী জয়ন্তীতে পরীক্ষা নিয়ে বিশ্বভারতীতে প্রবল ক্ষোভ

রামমন্দির উদ্বোধনে কেন্দ্রীয় সংস্থাগুলিতে অর্থদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই নিয়মে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে (Visva-Bharati) আজ ২২ জানুয়ারি অর্ধদিবস…

রামমন্দির উদ্বোধনে কেন্দ্রীয় সংস্থাগুলিতে অর্থদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই নিয়মে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে (Visva-Bharati) আজ ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি। তবে ছুটি নেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি! ওই দিন পরীক্ষা হবে বিশ্বভারতীতে। এর জেরে ক্ষোভ ক্যাম্পাসে।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দেশের সমস্ত কেন্দ্রীয় সংস্থায় অর্থদিবস ছুটি ঘোবণ করেছে মোদীর সরকার। কেন্দ্রীয় প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব ওয়েবসাইটে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষও।
বিশ্বভারতী সূত্রে খবর, ২২ জানুয়ারি বিশ্বভারতীর বিভিন্ন ভবনে, বিভাগে পরীক্ষা ছিল। পরীক্ষা পিছিয়ে দিয়ে অর্ধদিবস ছুটি ঘোষনা করা হয়েছে। অথচ, ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বস্তুর জন্মদিন। সেদিন দেখা যাচ্ছে ছুটি নেই।

বিশ্বভারতীর আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়াদের বড় অংশের আক্ষেপ ইতিহাস বদলে দিতে চাইছে মোদী ও বিজেপি। রান মন্দির উদ্বোধন হবে তার জন্য পরীক্ষা পিছিয়ে ছুটি। আর নেতাজীর জন্মদিনে ছুটি নেই কোনও আলোচনা নেই, সেমিনার নেই, অথচ পরীক্ষা আছে। অভিযোগ তীব্র বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে চলে বিজেপি।

বিশ্বভারতীর পড়ুয়াদের অভিযোগ, নেতাজী সুভাষ ছিলেন গুরুদেবের স্নেহধন্য। তাঁকে দেশনায়ক সম্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তাদের কটাক্ষ, নেতাজী ঢাকা পড়েছেন ‘রাম’ উন্মাদনায়।