Kolkata Municipality: ছোট দোকানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ছাড়া বাকি ফি মকুব করল পুরসভা

কলকাতা পুর এলাকায় (Kolkata Municipality) ৫০০ বর্গফুটের কম আয়তনের দোকানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ফি ছাড়া দিতে হবে না অন্য কোন টাকা । আগে ট্রেড লাইসেন্স ফি ছাড়াও দোকানের ময়লা পরিষ্কার, পানীয় জল ব্যবহারের জন্য আলাদা করের ফি দিতে হতো ছোট ব্যবসায়ীকেও।

Kolkata Municipality waives fees for small shops except trade license

কলকাতা পুর এলাকায় (Kolkata Municipality) ৫০০ বর্গফুটের কম আয়তনের দোকানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ফি ছাড়া দিতে হবে না অন্য কোন টাকা।  আগে ট্রেড লাইসেন্স ফি ছাড়াও দোকানের ময়লা পরিষ্কার, পানীয় জল ব্যবহারের জন্য আলাদা করের ফি দিতে হতো ছোট ব্যবসায়ীকেও।

সোমবার এই নিয়ে বৈঠক হয় কলকাতা পুরসভায়। সেই বৈঠকেই সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ বর্গফুটের কম দোকানের ক্ষেত্রে শুধুমাত্র ট্রেড লাইসেন্স ফি নেওয়া হবে। উল্লেখ্য, ট্রে়ড লাইসেন্স ফি নিয়ে সোমবার সকাল থেকেই উত্তাল ছিল কলকাতা পুরসভা। দুপুরে বৈঠকে ছোট দোকানের ক্ষেত্রে জল ও আবর্জনার জন্য আলাদা ফি মুকুব করা সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ছোট ব্যবসায়ীদের কথা ভেবেই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। হোটেল ও রেঁস্তোরা বাদ দিয়ে যাঁদের দোকান ৫০০ বর্গফুট তাঁদের জন্য এই নিয়ম কার্যকরী হল।’ ট্রেড লাইসেন্স নিয়ে মেয়র জানিয়েছেন, যত বড়ই ব্যবসা হোক ট্রেড লাইসেন্সের জন্য আড়াই হাজার টাকার এক পয়সা বেশি নেওয়া যাবে না।

ছোট হোটেল ও রেঁস্তোরা ব্যবসায়ীদের প্রসঙ্গে মেয়র বলেন,’খাবারের দোকানে বেশি উচ্ছিষ্ট জমে। পানীয় জলও সেখানে অনেক বেশি প্রয়োজন। তাই তাদের ট্রেড লাইসেন্স ছাড়াও অন্যান্য পরিষেবা ব্যবহারের জন্য টাকা দিতে হবে।

দোকনদাররা নিজেরাই হলফনামা দিয়ে জানাবেন কতটা পানীয় জল ব্যবহার করছেন তাঁরা, কতটা আবর্জনা দোকান থেকে তুলতে হচ্ছে। সেই অনুযায়ী টাকা নেবে পুরসভা।